আজ গণেশ বিসর্জনের ব্যাপক বন্দোবস্ত


শুক্রবার,০৯/০৯/২০২২
150

মহারাষ্ট্রে ১০ দিন ব্যাপী উত্সবের পর আজ গণেশ বিসর্জনের ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। ৭৩-টি বিসর্জন ঘাট সহ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে দেড়শোটি জলাশয়। কোনরকম বিপত্তি এড়াতে সাগর পাড়ে ৭৮৬ জন নজরদারি চালাবে। এছাড়া ৪৫-টি মোটর চালিত নৌকা এবং ৩ হাজারের বেশি ফ্লাড লাইট লাগানো হয়েছে। অতিভারী বৃষ্টির পূর্বাভাসের প্রেক্ষিতে প্রশাসনের তরফে লোকজনকে সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, বিসর্জন যাত্রা দেখতে আসা বিদেশী পর্যটকদের জন্য গিরগাঁও-চৌপট্টিতে শীতাপত নিয়ন্ত্রিত প্যাভিলিয়ন তৈরি করেছে পর্যটন দফতর।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট