স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পূর্ব মেদিনীপুর এবং বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন এর যৌথ উদ্যোগে ৩৭ তম জাতীয় চক্ষুদান পক্ষ উদযাপিত হল। এই উপলক্ষে ২৫শে আগস্ট থেকে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত কবিগান সহযোগে একটি সুসজ্জিত ট্যাবলো সারা জেলা পরিক্রম করে। গতকাল বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন -এর উদ্যোগে চক্ষুদান বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্র নিরাময় নিকেতনের মুখ্য চিকিৎসা অধিকর্তা ড :সুমন্ত কুমার বেরা, বিবেকানন্দ মিশন আশ্রমের সহ সম্পাদক স্বামী বিশেষানন্দ মহারাজ জী।
৩৭ তম জাতীয় চক্ষুদান পক্ষ উদযাপিত
শুক্রবার,০৯/০৯/২০২২
351

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: