হুগলীর তারকেশ্বরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত বিজেপির মিছিলকে কেন্দ্র করে গত সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সিভিক ভলেন্টিয়ার সহ চার পুলিশ কর্মী ছাড়াও বেশ কয়েকজন আহত হন। জানা গেছে, পোস্টার হাতে কয়েকজন তারকেশ্বর রেলগেট এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিলেন। সে সময় মিছিল এসে পড়লে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ক্রমে তা সংঘর্ষের রূপ নেয়। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মিছিল লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। তিনি জানান, পাথরের আঘাতে বিজেপির ৫ কর্মী আহত হয়েছেন।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা
শুক্রবার,০৯/০৯/২০২২
569