দুমাসের মধ্যে বীজের উৎপাদন ও বিপনন এবং জৈব পণ্যের শংসাপত্র


শুক্রবার,০৯/০৯/২০২২
1897

সরকার আগামী দুমাসের মধ্যে বীজের উৎপাদন ও বিপনন এবং জৈব পণ্যের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে একাধিক রাজ্যকে নিয়ে একটি সমবায় তৈরি করবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। আজ নতুন দিল্লীতে রাজ্য সমবায় মন্ত্রীদের দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, এই সমবায় হলে, জৈব চাষে নিযুক্ত কৃষকরা সরাসরি উপকৃত হবেন। প্রাথমিক কৃষি ঋণ সমবায় গুরুত্বের কথা উল্লেখ করে শ্রী শাহ বলেন, সরকার আগামী ৫ বছরে এরকম তিন লক্ষ সমবায় সমিতি তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট