বেকারত্ব জীবনের সংগ্রাম নিয়ে ছবি ‘আজকের সর্টকাট’ এর প্রিমিয়ার


রবিবার,১৮/০৯/২০২২
1226

নন্দনে প্রিমিয়ার হয়ে গেল সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা চলমান জীবনের গল্প নিয়ে পরিচালক সুবীর মণ্ডলের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘আজকের শর্টকাট’ বিশ্বকর্মা পুজোর আগের দিন নন্দন প্রেক্ষাগৃহ ছাড়াও পি ভি আর ডায়মন্ড প্লাজা, সিটি সেন্টার টু, স্টার মল মধ্যমগ্রাম, লেক মল, সাউথ সিটি মল, হাইল্যান্ড পার্ক, উড স্কয়ার মল ও এস ভি এফ বারুইপুরে একযোগে এই ছবি দেখানো শুরু হয়েছে। পরিচালক সুবীর মন্ডল বলেন, এই সময় দাঁড়িয়ে বেকারত্ব একটা জলজ্যান্ত সমস্যা। এই বেকারত্বের জালা কতটা ভয়ঙ্কর হতে যার ফলে মানুষ এই ধরনের সর্টকাট খোঁজে সেটাই তুলে ধরা হয়েছে দু ঘন্টা ১০ মিনিটের ছবিতে।
মুল চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত। সিনেমার শেষে রয়েছে নচীকেতা চক্রবর্তীর গান। বেকারত্বের এই গল্পের মধ্যেই দেখানো হয়েছে শহর কলকাতার বৈচিত্রময় ঐক্যের ছবি। মুল গল্পে যোগ হয়েছে বাংলাদেশ থেকে চিকিৎসা করতে আসা এক পরিবারের কাহিনিও। যা এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার মানুষদেরও আকর্ষণ করবে। প্রথম দিনেই ছবি একেবারে হিট বলা যায়। উচ্ছসিত দর্শকরা তাদের প্রতিক্রিয়া জানালেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট