কংগ্রেস সভাপতি নির্বাচনের ফলাফল জানা যাবে ১৯শে অক্টোবর বুধবার


সোমবার,১৭/১০/২০২২
573

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে আজ নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে। দীর্ঘ সময়ের ব্যবধানে কংগ্রেসের সভাপতি পদে এই নির্বাচন। এবারের কংগ্রেস সভাপতি পদে নির্বাচনে অবশ্য গান্ধী পরিবারের কেউ অংশ নেননি। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর। দিল্লি সহ প্রতিটি রাজ্যেই কংগ্রেসের সদর দপ্তরের আজ এই ভোট গ্রহণ সম্পন্ন হয়। কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে ভোট দেন । ভোটদানে রয়েছেন প্রদেশ কংগ্রেসের ৫৪৩ জন সদস্য ও গোটা ভারতে প্রায় ১০ হাজার সদস্য। ভোট দিয়েছেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কমল নাথ, রাহুল গান্ধী প্রমুখ কংগ্রেস নেতা। কলকাতায় প্রবেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে ভোট দেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী।

কংগ্রেস সভাপতি নির্বাচনের ফলাফল জানা যাবে ১৯শে অক্টোবর বুধবার।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট