গ্রামোন্নয়নের কাজের সোশ্যাল অডিট করা হবে


শুক্রবার,২৮/১০/২০২২
738

একশ দিনের কাজ, আবাস যোজনার মত এবার পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় গ্রামোন্নয়নের কাজের সোশ্যাল অডিট করা হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের কাজে স্বচ্ছতা আনতে এই সিদ্ধান্ত বলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন। এর ফলে গ্রামোন্নয়নের বিভিন্ন কাজে অনিয়মের প্রবণতা কমবে বলে তিনি জানান। গ্রামীণ আবাস যোজনার পৃথক সোশ্যাল অডিট শুরু হয় ২০১৯ সালে। এর আগে ১০০ দিনের কাজের সঙ্গেই এই প্রকল্পের সোশ্যাল অডিট হতো। প্রশাসনিক সূত্রে জানা গেছে, চলতি আর্থিক বছরে এখনো পর্যন্ত ১০০ দিনের কাজ, আবাস ও সড়ক যোজনায় কোনোও কেন্দ্রীয় বরাদ্দ মেলেনি। নাম বদল সহ বেশ কিছু অনিয়মের কারণে প্রকল্পগুলির টাকা দেওয়া হচ্ছে না বলে কেন্দ্রের তরফে রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় ২০২১-২২ অর্থবর্ষের গ্রামোন্নয়নের বরাদ্দ হিসাবে তিন হাজার কোটি টাকার বেশি মঞ্জুর করা হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচে স্বচ্ছতা বজায় রাখতেই সোশ্যাল অডিট করানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট