ফ্রাঞ্চাইজি দিয়ে মদের দোকান খোলার সিদ্ধান্ত


মঙ্গলবার,০৮/১১/২০২২
489

রাজ্য সরকার এবার সরাসরি ফ্রাঞ্চাইজি দিয়ে মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশন ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করেছে ।দোকানগুলির নাম হবে বেভকো-রিটেল শপ। প্রথম দফায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং-এর মত জেলাগুলিতে ফ্রাঞ্চাইজি খোলার জন্য সমীক্ষা করে জায়গা বাছা হয়েছে। এই সরকারি মদের দোকানে ভারতীয় মদ ছাড়াও মিলবে ভারতে তৈরি বিদেশি মদ। সূত্রের খবর, আলিপুরদুয়ারে ৩১টি এলাকায় ফ্রাঞ্চাইজি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ দফতর সূত্রের খবর, কর্পোরেশন এলাকায় যদি কোনও মদের দোকান থাকে সেক্ষেত্রে এক কিলোমিটার দূরত্বে কোনও ফ্রাঞ্চাইজি দেওয়া হবে না। অন্যদিকে, গ্রাম পঞ্চায়েত এলাকায় তিন কিলোমিটার ভিতরে মদের দোকান থাকলেও দেওয়া হবে না ফ্রাঞ্চাইজি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট