সেদিন আমরা আমদের অস্তিত্ব কে ভুলে যাব: ফিরহাদ হাকিম


শুক্রবার,১১/১১/২০২২
402

আমরা যেদিন মনীষী দের ভুলে যাব। সেদিন আমরা আমদের অস্তিত্ব কে ভুলে যাব। আজকে দেশের মহান পুত্র সুরেন্দ্র নাথ ব্যানার্জী জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মতলায় কার্জন পার্কে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে বললেন মেয়র ফিরহাদ হাকিম। বাংলার মনীষীরা মানুষ কে নতুন দিশা দেখিয়েছেন। তারা যে পথ দেখিয়েছেন সেই পথেই দেশে কে চলতে হবে বলে এদিন জানান মেয়র ফিরহাদ হাকিম। দেশের মধ্যে যে সর্বনাশ দেখা যাচ্ছে। বেকারত্ব বাড়ছে টাকার মূল্য কমছে। এইসবের কারণ হচ্ছে আমরা কোথায় না কোথায় তাদের দেখানোর পথ কে হারিয়ে ফেলেছি বলে এদিন জানান তিনি। তার মন্তব্য ভারতবর্ষ সাম্প্রদায়িকতার অন্ধকারে চলতে পারে না।ভারতবর্ষ সবসময় হট্টকারিতায় চলতে পারে না । চলতে পারে না সব সময় আসহিষ্ণত নিয়ে । ভারতবর্ষ কে যিনি চালাবেন তাকে উদার মানসিকতা মনে দেশ কে চালাতে হবে বলে এদিন কটাক্ষ সুরে বলেন তিনি। এদিন আজকে অবার ১০৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু মৃত্যু নিয়ে মেয়র বলেন এই বেল্টটা খুব দাংয়েরওস হয়ে গেছে। ডেঙ্গু নিয়ে মানুষের সমর্থন চান মেয়র । তিনি বলেন যে যদি মানুষের সম্পূর্ন সমর্থন থাকে তাহলে ডেঙ্গি চোলে যাবে। বাম বিরোধী নিয়ে আমি চিন্তিত নেই তারা বেঁচে আছে শুধুমাত্র আপনাদের টিভিতে। মানুষের সঙ্গে তাদের কোনো সমর্থন নেই। মানুষ দেখছেন যে কলকাতা পৌর সংস্থার মেয়র রাস্তায় নেমে কাজ করছেন বলে বিরোধী দের অভিযোগ নিয়ে পাল্টা জবাব মেয়র ফিরহাদ হাকিম। এদিন সুরেন্দ্র নাথ ব্যানার্জী মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান সানা আহমেদ, কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহা সহ অন্যন্য রা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট