ইউক্রেন; পঞ্চাশ তম সদস্য দেশ হিসেবে মিত্রতা ও সহযোগিতা চুক্তিতে সই


শুক্রবার,১১/১১/২০২২
381

ইউক্রেন কম্বোডিয়ায় আসিয়ানের পঞ্চাশ তম সদস্য দেশ হিসেবে মিত্রতা ও সহযোগিতা চুক্তিতে সই করেছে। ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্র কুলেবা এই চুক্তিতে স্বাক্ষর করেন। এর পাশাপাশি তিনি ,আসিয়ানের সাধারণ সচিব দাতো লিম জক হই এর সঙ্গে ৪০ তম এবং ৪১তম আসিয়ান শিখর সম্মেলনের পাশাপাশি বৈঠক করবেন। কম্বোডিয়ার সভাপতিত্বে এবারের আসিয়ানে সাতটি দেশের চুক্তিতে সই ,এক উল্লেখযোগ্য মাইল ফলক বলে কম্বোডিয়ার এক আধিকারিক সূত্রে জানানো হয়েছে। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দশ সদস্যের আসিয়ান গোষ্ঠী দৃঢ় অবস্থান নিয়ে যুদ্ধের কড়া নিন্দা করেছে তবে দোষারোপ করা থেকে বিরত থাকার চেষ্টা করেছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট