কলকাতায় দ্রুত ছড়াতে শুরু করেছে RS ভাইরাস


শুক্রবার,১১/১১/২০২২
752

রাজ্যে ডেঙ্গুর প্রকোপের মধ্যেই নতুন আতঙ্ক হয়ে উঠেছে আর এস বা Respiratory Syncytial (সিনসিশিয়াল) Virus। চিকিৎসকরা জানাচ্ছেন, সদ্যোজাত থেকে ২ বছর বয়সী শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। কলকাতায় দ্রুত ছড়াতে শুরু করেছে আরএস ভাইরাস।পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে গত দু’মাসে আরএস ভাইরাসে আক্রান্ত 50 জন শিশুর চিকিৎসা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা।
গত বছর পুজোর পর উত্তরবঙ্গেও এই ভাইরাস হানা দিয়েছিল। রোগের উপসর্গের মধ্যে রয়েছে, হালকা জ্বর, শুকনো কাশি, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, হাঁচি, মাথার যন্ত্রণা, খিদে না থাকা, ফুসফুস এবং শ্বাসনালীতে সংক্রমণ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট