হিমাচল প্রদেশ এবং গুজরাট বিধানসভা নির্বাচন সংক্রান্ত কোনো এক্সিট পোল করা বা তার ফলাফল প্রকাশ করার ওপর নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করেছে। ১২ ই নভেম্বর সকাল আটটা থেকে পাঁচই ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আগামী ৮ই ডিসেম্বর এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা।
