‘ওপেন এডুকেশনাল রিসোর্স ফর কোয়ালিটি এডুকেশন’ শীর্ষক এক বিশেষ ওয়ার্কশপ


শুক্রবার,১১/১১/২০২২
213

স্মার্টফোন এবং ইন্টারনেট প্রযুক্তির প্রচুর ব্যবহারের ফলে বৃদ্ধি পেয়েছে অনলাইনে লেখাপড়া করার প্রবণতা। অনলাইনে থাকা পাঠ্যসম্পদ বা ওপেন এডুকেশনাল রিসোর্সেস(OER) আরো তথ্য নির্ভর এবং নিখুঁত করার উদ্দেশ্যে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ‘কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া’-র উদ্যোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে শুরু হয়েছে চার দিনের ‘ওপেন এডুকেশনাল রিসোর্স ফর কোয়ালিটি এডুকেশন’ শীর্ষক এক বিশেষ ওয়ার্কশপ। মূলতঃ, অনলাইন পাঠদানকারী প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জন্য, ওপেন এডুকেশনাল রিসোর্সেস(OER) পলিশি তৈরি করা এই ওয়ার্কশপের অন্যতম বিশেষ উদ্দেশ্য।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট