বালিতে সপ্তদশ জি-২০ শিখর সম্মেলনে যোগ দিতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিনদিনের সফরে ইন্দোনেশিয়া রওনা হয়েছেন। এই বৈঠকে তিনি জি-২০ নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। এবারের জি-২০সম্মেলনের মূল ভাবনা – “Recover Together, Recover Stronger”। ভারত এই সম্মেলনে ‘বসুধৈব কুটুম্বকম’ বা সমগ্র বিশ্ব একটি পরিবার, এই ভাবনা তুলে ধরবে বলে, শ্রী মোদী রওনা হবার আগে সাংবাদিকদের জানান।
তিনদিনের সফরে ইন্দোনেশিয়া রওনা হয়েছেন মোদী
সোমবার,১৪/১১/২০২২
211