একথা ঘোষণা করে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা


সোমবার,১৪/১১/২০২২
154

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ১৫ ই নভেম্বর ‘জনজাতীয় গৌরব দিবস’ উদযাপনে নেতৃত্ব দেবেন। নতুনদিল্লীতে এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা জানিয়েছেন, শ্রীমতি মুর্মু সেদিন ঝাড়খণ্ডের খুন্তি জেলায় ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতু গ্রামটি পরিদর্শন করবেন। সেখানে তিনি পুষ্পার্ঘ্য নিবেদন করবেন।

খুন্তি থেকেই রাষ্ট্রপতি ভার্চ্যুয়াল মাধ্যমে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক এবং শক্তি মন্ত্রকের কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন এবং একাধিক একলব্য বিদ্যালয়ের সূচনা করবেন। ট্রাইফেড এবং এনআরএলএম-এর স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলা সদস্যদের সভায় রাষ্ট্রপতির বক্তব্য রাখার কথা রয়েছে।

অর্জুন মুন্ডা সাংবাদিকদের আরও জানান যে জাতীয় ও রাজ্য পর্যায়ে ‘জনজাতীয় গৌরব দিবস’ উদযাপনের অঙ্গ হিসেবে ১৫ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী বেশ কিছু কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং গুজরাট থেকে অরুণাচল প্রদেশ – দেশের প্রতিটি প্রান্তেই উদযাপিত হবে ‘জনজাতীয় গৌরব দিবস’।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট