কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, ২০২৩ সালের মধ্যে ভারতের আয়ুষ ক্ষেত্র, বিশ্বব্যাপী ২৩ বিলিয়ন মার্কিন ডলারের বাজার অর্জন করবে। পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে লালিত আয়ুর্বেদ দেশের সমৃদ্ধ ঐতিহ্য বলেও তিনি উল্লেখ করেন। শ্রী সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভোকাল ফর লোকাল’-এর আহ্বান মানব জীবনকে সমৃদ্ধ করার উদ্দেশে দেশের ঐতিহ্যবাহী প্রথাগুলিকে উৎসাহিত করছে। গতকাল নাগপুরে আয়ূর্বেদ ব্যাসপীঠ এর রজত জয়ন্তী সমারোহের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণে আয়ুষ মন্ত্রী বলেন, আয়ুর্বেদ এর সর্বজনগ্রাহ্য হয়ে উঠা, বিশ্ব জুড়ে এই ক্ষেত্রটিকে আরো মজবুত করেছে। আয়ুষ মন্ত্রক ১৪ থেকে ২৭শে নভেম্বর নতুন দিল্লির প্রগতি ময়দানে ৪১তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (আইআইটিএফ) তাদের উদ্যোগ এবং বিভিন্ন সাফল্য তুলে ধরবে।
বিশ্বব্যাপী ২৩ বিলিয়ন মার্কিন ডলারের বাজার
সোমবার,১৪/১১/২০২২
253