ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার এবার ১৪ দফার নির্দেশিকা জারি


বৃহস্পতিবার,১৭/১১/২০২২
305

ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার এবার ১৪ দফার নির্দেশিকা জারি করেছে। পরিস্থিতি পর্যালোচনা করতে নবান্নে আজ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং দফতরের শীর্ষ কর্তারা সব হাসপাতালের সুপার এবং জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন মেডিক্যাল কলেজের সুপার, অধ্যক্ষ ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছ থেকে তারা রিপোর্টও সংগ্রহ করেন।
ঐ বৈঠকেই এই নির্দেশিকা জারি করে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের জন্য ২৪ ঘণ্টা ল্যাব খোলা রাখতে হবে। একইসঙ্গে রাজ্যের সবকটি ফিভার ক্লিনিক পুরোপুরি চালু রাখা এবং জ্বরে আক্রান্ত রোগীদের জন্য একটি রেজিস্টার রাখতেও বলা হয়েছে। প্লেটলেট এবং অন্যান্য পরিষেবা পেতে যাতে সমস্যা না হয়, সেদিকেও নজর রাখতে হবে। জ্বরে আক্রান্ত রোগীদের ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট যাতে দিনে দিনেই পাওয়া যায়, সেকথাও বলা হয়েছে ওই অ্যাডভাইসরিতে।
এছাড়া, হাসপাতাল চত্বর নিয়মিত পরিচ্ছন্ন রাখা এবং প্রতিদিন ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করারও নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট