দেশের সারের জোগানের কোনো ঘাটতি নেই: সরকার


শনিবার,১৯/১১/২০২২
6949

চলতি রবি মরশুমে, দেশের সারের জোগানের কোনো ঘাটতি নেই বলে সরকার আজ স্পষ্ট জানিয়েছে। তামিলনাড়ুর ত্রিচি এবং রাজস্থানে, সারের জোগান যথেষ্ট নয় বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি’ও খারিজ করেছে সরকার। রাসায়নিক ও সার মন্ত্রক থেকে জানানো হয়েছে, রাজ্যগুলিকে, তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী ইউরিয়া, DAP, পটাশ এবং SSP সারের জোগান দেওয়া হচ্ছে। রবি মরশুমে, সারা দেশে ১৮০ লক্ষ মেট্রিক টনের বেশী সার লাগে। চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত যেখানে সারের চাহিদা ৫৭ লক্ষ মেট্রিক টনের ওপর ছিল, সেই জায়গায় কেন্দ্রীয় সরকার ৯২ লক্ষ মেট্রিক টনের বেশী সারের জোগান নিশ্চিত করেছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট