মোদি সরকারের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন তিতুমীর


বৃহস্পতিবার,২৪/১১/২০২২
877

রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সরকারি প্রকল্প নিয়ে গত এক দশক ধরে নিজেই গান বাঁধেন। তারপর গলায় দোতারা ঝুলিয়ে সেই গান নিজেই গ্রামে গ্রামে গেয়ে বেড়ান। এভাবেই এলাকার মানুষের মধ্যে সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছেন দিনহাটার সীমান্ত গ্রাম পিকনিধারার বাসিন্দা লোকশিল্পী তিতুমীর।সামনেই রাজ্যের পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটের আগে বাংলার প্রতি কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন তিতুমীর।

রাজ্যের প্রাপ্য একশো দিনের কাজের টাকা দেওয়ার দাবিতেও গান বেঁধেছেন তিনি। কথা, সুর দিয়ে সেসব গান গেয়েই আশপাশের গ্রামগুলিতে ঘুরে জনমত গড়ে তুলছেন দিনহাটার তিতুমীর।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট