৩৮তম জেলা বইমেলার আজ আনুষ্ঠানিক সূচনা


সোমবার,১২/১২/২০২২
1295

নদীয়ার শান্তিপুরে ৩৮তম জেলা বইমেলার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। মেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। পরে তিনি জানিয়েছেন, দরিদ্র ছাত্র-ছাত্রীদের লাইব্রেরীতে পাঠ্যবই পড়াবার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি মেলার স্থান শান্তিপুর থেকে থেকে জেলা সদরে যাতায়াতের জন্য বাস চালানোর প্রয়াস নেওয়ার কথা বলেছেন। রাজ্যের লাইব্রেরীগুলিতে শূন্যপদ পুরনেরও ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি সাংবাদিক সম্মেলনে জানান। মেলার উদ্বোধনের আগে এ দিন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তিপুর শহর পরিক্রমা করে। এবারে ৮০টি স্টল খোলা হয়েছে । মেলা চলবে, আগামী ১৮ই ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভাধিপতি রিক্তা কুন্ড, অতিরিক্ত জেলাশাসক শেখর সেন, শিবনাথ চৌধুরী প্রমুখ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট