কর্মচারীদের জন্য পুরনো পেনশন প্রকল্পে ফিরে যাওয়ার কোন প্রস্তাব বিবেচনাধীন নেই বলে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে। আজ লোকসভায় এক লিখিত জবাবে অর্থ প্রতিমন্ত্রী ডক্টর ভগওয়াদ কারাদ জানান, রাজস্থান, ছত্তিশগড় ও ঝাড়খন্ড সরকার তাদের কর্মচারীদের জন্য পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র এবং পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ – PFRDA-কে সেই প্রস্তাবও পাঠিয়েছে তারা। এতে জাতীয় পেনশন ব্যবস্থায় গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থ ফেরত চাওয়া হয়েছে। কিন্তু PFRDA আইন এবং সংশ্লিষ্ট নিয়মবিধি অনুযায়ী পেনশন প্রকল্পে কর্মচারীদের এবং সরকারের দেওয়া অর্থ ফিরিয়ে দেবার যে কোনো সংস্থান নেই, রাজ্যগুলিকে তা জানিয়ে দেওয়া হয়েছে বলেও শ্রী কারাদ উল্লেখ করেন।
কর্মচারীদের জন্য পুরনো পেনশন প্রকল্পে ফিরে যাওয়ার কোন প্রস্তাব বিবেচনাধীন নেই
সোমবার,১২/১২/২০২২
601