যাত্রী স্বাচ্ছন্দ্য ও মনোরঞ্জনের কথা মাথায় রেখে মেট্রো রেল, ট্রেনের কামরাতেই এলইডি টিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ রেলের সদর কার্যালয়ে একটি বেসরকারি সংস্থার সঙ্গে রেলের আধিকারিকদের এই বিষয় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, আপাতত নর্থ সাউথ করিডরে চলাচলকারী ১৬টি রেকের প্রতিটিতেই ৩১ ইঞ্চির দুটি করে এলইডি টিভি লাগানো হবে।
উল্লেখ্য বর্তমানে মেট্রো রেলের প্রতিটি স্টেশনেই এলইডি টিভি রয়েছে।
Auto Amazon Links: No products found.