বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে, ডি-গ্ল্যাম লুকের বাইরেও সাহসী অভিনেত্রী হিসেবেও যথেষ্ঠ নামডাক রয়েছে রাধিকার। বলিউডেই সীমাবদ্ধ নেই তিনি। বলি গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ময়দানেও রীতিমতো জনপ্রিয় মুখ তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দায় নিজের নগ্নতা নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে। বি-টাউনের প্রথমসারির অভিনেত্রীর মধ্যে নিঃসন্দেহে বলা যায় রাধিকা আপ্তের নাম। ডি-গ্ল্যাম লুকের বাইরেও সাহসী অভিনেত্রী হিসেবেও যথেষ্ঠ নামডাক রয়েছে রাধিকার। বরাবরই ভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। ডি-গ্ল্যাম লুকের বাইরে যে কোনও সাধারণ চরিত্র-সবেতেই সাবলীল এই তন্বী নায়িকা। রাধিকা জানিয়েছেন, একবার এক নারীর নগ্ন ভিডিও ফাঁস হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবং সকলেই বলেছিল ওটা আমি। ভিডিও ক্লিপটি রাধিকার ‘ক্লিন শেভন’ -এর অংশ ছিল। তবে নগ্ন মেয়েটি যে তিনি নন, তা জোর গলায় জানিয়েছিলেন রাধিকা। তবে একটু ভাল করে ভিডিওটি দেখলেই বোঝা যাবে নগ্ন মেয়েটি রাধিকা নয়। তাই পুরো বিষয়টি উপেক্ষা করা ছাড়া আর কোনও অপশন ছিল না। কারণ এই বিষয়ে কিছু করতে গেলে কিস্যু লাভ হতো না। ২০১৬ সালে ‘পার্চড’ ছবিতে একজন যৌনকর্মীর ভূমিকায় দেখা গিয়েছিল রাধিকাকে। যেখানে রাধিকার অভিনয় বিস্তর প্রশংসা কুড়িয়েছিল।
রাধিকা এই ছবিতে আরও বেশি করে অভিনয় করেছিল কারণ একজন নায়িকাকে সবসময় তার শরীর নিয়ে কথা শুনতে হয়। তাই শরীর ও সৌন্দর্য প্রাধান্য পাবে এমন ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিল রাধিকা। তবে ‘পার্চড’ ছবির জন্য যখন পর্দায় নগ্ন হয়েছিলেন তখন রাধিকা উপলব্ধি করেছিল, তার আর কিছুই গোপন করার নেই। একাধিক বিতর্কের মুখে পড়েও বড়পর্দা, ওয়েবে প্রথমসারির নায়কদের পাশে দাঁপিয়ে কাজ করছেন রাধিকা। সম্প্রতি ওকে কম্পিউটার ছবিতে দেখা গেছে রাধিকাকে। একাধিক বিতর্কের মুখে পড়েও বড়পর্দা, ওয়েবে প্রথমসারির নায়কদের পাশে দাঁপিয়ে কাজ করছেন রাধিকা। সম্প্রতি ওকে কম্পিউটার ছবিতে দেখা গেছে রাধিকাকে।
boAt Bassheads 100 in Ear Wired Earphones with Mic(Black)
₹299.00 (as of বৃহস্পতিবার,০৫/১২/২০২৪ ১৬:৪৩ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)Bade Miyan Chote Miyan
Now retrieving the price.
(as of বৃহস্পতিবার,০৫/১২/২০২৪ ১৬:৪৩ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)