নিজস্ব সংবাদদাতা : বি সি রায় হাসপাতালে ফের ২টি শিশুর মৃত্যু হলো। মঙ্গলবার জ্বর, নিউমোনিয়া নিয়ে ভর্তি হয় বনগাঁর ৪ মাসের শিশুপুত্র। রাখা হয়েছিল ভেন্টিলেশনে, আজ ভোররাতে মৃত্যু হল আরমান গাজির। অন্যদিকে, প্রাণ গেল মেটিয়াবুরুজের ১ বছর ৭ মাসের শিশুকন্যার। ৮ দিন আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় মেটিয়াবুরুজের আতিফা খাতুন। ভর্তি ছিল এইচডিইউ-তে, আজ ভোরে মৃত্যু বলে হসপিটাল সূত্রে খবর।
শহরের হাসপাতালে ফের শিশুর মৃত্যু
সোমবার,০৬/০৩/২০২৩
430