রাজ্য সরকারের উদ্যোগে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূকে নাগরিক সম্মান দেওয়া হয়। বিকেলে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সরকারের পাশাপাশি শিল্প-সংস্কৃতি-বাণিজ্য-নাগরিকসমাজ-সংবাদ মাধ্যম সহ সমাজের বিভিন্ন অংশের তরফে রাষ্ট্রপতিকে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজে সাঁওতালী নৃত্য পরিবেশন করেন ও আদিবাসী বাদ্য যন্ত্র বাজিয়ে শোনান। রাষ্ট্রপতি বলেন সমস্ত সংস্কৃতিকে সম্মান দেওয়া ও আপন করে নেওয়া এই বাংলার বৈশিষ্ট। রাজ্যপাল কে ভি আনন্দ বোস, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
রাজ্য সরকারের উদ্যোগে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূকে নাগরিক সম্মান
সোমবার,২৭/০৩/২০২৩
415