রামনবমীর মিছিল ঘিরে গত বৃহস্পতিবার অশান্তি ছড়ায় হাওড়ার শিবপুরে। উদ্বেগ বাড়তে থাকে রাজভবনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ফোন পান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয় তাঁর। অশান্তির পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দেন রাজ্যপাল। বিবৃতিতে রাজভবনের হুঁশিয়ারি ছিল
ধর্মকে বাঁচাতে লঙ্কায় আগুন লাগিয়েছিলেন হনুমান। অধর্মের আগুন বরদাস্ত করা হবে না। শিবপুরের পরিস্থিতির দিকে নজর রাখতে রাজভবনে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়। এরই মধ্যে পয়লা এপ্রিল, শনিবার, জি-টোয়েন্টি বৈঠকে যোগ দিতে, দার্জিলিং রওনা হন রাজ্যপাল। কলকাতা ছাড়ার আগে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে আশ্বস্ত করেছিলেন সিভি আনন্দ বোস। কিন্তু শৈল শহরে থাকাকালীনই রিষড়ায় উপর্যুপরি অশান্তির খবর পান রাজ্যপাল। পরিকল্পনা সংক্ষেপ করে, মঙ্গলবার কলকাতায় ফিরতে বাধ্য হন তিনি। এবং রাজ্যপাল এতটাই উদ্বিগ্ন হয়েছেন যে, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই রওনা হন রিষড়ায়। অশান্তি স্থলে পৌঁছে চন্দননগরের পুলিশ কমিশনারের থেকে অনুপুঙ্খ খবরাখবর নেন। রেলের অফিসারদের সঙ্গেও কথা বলেন। রিষড়ায় দ্বিতীয় বার অশান্তির ঘটনায় হাওড়া-বর্ধমান শাখায় রাতভর স্থগিত ছিল ট্রেন চলাচল। সেই বিষয়ে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই তাঁর কড়া বার্তা সমাজ বিরোধীদের রেয়াত নয়। কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক মতপার্থক্য সাধারণের অশান্তির কারণ হতে পারে না। ঐক্যবদ্ধ ভাবে শান্তি ফিরিয়ে আনতে হবে। রিষড়ার হিংসাস্থল পরিদর্শনের পর, কলকাতায় এসএসকেএমে পৌঁছে যান রাজ্যপাল। সেখানে হিংসার শিকার, চিকিৎসাধীন জখম ব্যক্তিদের সঙ্গে দেখা করেন তিনি। আশ্বস্ত করেন তাঁদের আত্মীয়দের।সব মিলিয়ে, রাজ্যপালের উদ্বেগ অশান্তির কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দিকেই ইঙ্গিত করছে।