বিজয়বর্গীয়কে জুতোর মালা পরানোর হুমকি বিধায়ক ইদ্রিস আলীর


রবিবার,০৯/০৪/২০২৩
331

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় মহিলাদের সম্বন্ধে কুকথা বলার নিন্দা জানিয়ে ,বিজয়বর্গীয়কে চড় থাপ্পর মারার এবং জুতোর মালা পড়ানোর হুমকি দিলেন বিধায়ক ইদ্রিস আলী। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, গত বৃহস্পতিবার ইন্দোরে বলেছিলেন,খারাপ পোশাকে মহিলাদের শূর্পনখার মতো দেখায়, অর্থাৎ রাবনের বোন রাক্ষসীর মতো দেখায়। এই মন্তব্য এর তীব্র নিন্দা জানিয়ে, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী বলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় একজন অসভ্য, বর্বর, নারীবিদ্বেষী, অমানুষ। বিধায়ক ইদ্রিস আলী বলেন কৈলাস বিজয়বর্গীকে দেখেই মনে হয় তিনি একজন মাতাল। গত বৃহস্পতিবার ইন্দোরে, মহিলাদের সম্ধন্ধে কৈলাস বিজয়বর্গীয় যে মন্তব্য করেছেন তার জন্য, তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানালেন বর্তমান বিধায়ক তথা প্রাক্তন সাংসদ ইদ্রিস আলী। তিনি বলেন বিজেপি নেতাদের , এই ধরনের উক্তি প্রায় শোনা যায়। কিন্তু বিজেপি তাদের শাস্তি দেয়না। তৃনমূল কংগ্রেসের কেউ এই ধরনের উক্তি করলে জননেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেনাপতি সাংসদ অভিষেক ব্যানাজী তাদের শাস্তি দেন। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, মহিলাদের কাছে অনুরোধ, কৈলাস বিজয়বর্গীয়কে যেখানে পাবেন, সেইখানে তাঁকে জুতো, ঝাঁটা মারবেন। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন আমার নির্বাচনী কেন্দ্র ভগবানগোলাতে কৈলাস বিজয়বর্গীয় যদি আসেন , তাহলে তাঁকে জুতোর মালা পরিয়ে , গালে চড় মারবো।ক্ষমা না চাইলে তাঁর পরিনতি আরো খারাপ হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট