হুমড়মুড়িয়ে ভেঙে পড়ল পাহাড়


শুক্রবার,০৫/০৫/২০২৩
885

বদ্রীনাথ যাওয়ার পথে জোশীমঠের কাছে হেলং উপত্যকায় ভয়াবহ ভূমি ধস। পাহাড়ের বিশাল অংশ হুমড়মুড়িয়ে বদ্রীনাথ হাইওয়েতে নেমে আসে। ধসের জেরে বিপদে পড়েছেন হাজার হাজার তীর্থ যাত্রী ও পর্যটক। কপাল জোরে রক্ষা পেয়েছেন পুণ্যার্থীরা।

চারধাম যাত্রা শুরু হয়েছে। আর এই চারধাম যাত্রা শুরু হতে না হতেই বড়সড় বিপর্যয়। বড়সড় ধস নামল বদ্রীনাথ হাইওয়েতে। বদ্রীনাথ যাওয়ার পথে জোশীমঠের কাছে হেলং উপত্যকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে।বদ্রীনাথ থেকে ৪৫ কিলোমিটার দূরে হেলং উপত্যকায় পাহাড়ের বিশাল অংশ হুমড়মুড়িয়ে রাস্তার উপর নেমে আসে। ব্যাপক ধসের কারনে বন্ধ হয়ে গেল বদ্রীনাথ হাইওয়ে। এই ধসের জেরে বিপদে পড়েছেন হাজার হাজার তীর্থ যাত্রী ও পর্যটক। বদ্রিনাথ হাইওয়েতে আটকে পড়েছে সারিসারি গাড়ি। তীর্থযাত্রীরা ওই গাড়ির মধ্যে আটকে পড়েছেন। কখন রাস্তা পরিষ্কার হবে, সেই আশায় অপেক্ষা করছেন তারা। ধসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পাথর পরার ভিডিওটি দেখে শিউরে ওঠার অবস্থা। হঠাৎ করে পাহাড়ের একটা অংশ ভেঙে পড়ে। তারপর লোকজন এদিক-ওদিক ছুটে পালাতে শুরু করেন। পাহাড় ধসে পড়ার এই ভয়াবহ দৃশ্য দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। ধসের কাছে যাত্রীবাহী বাস ও গাড়িও ছিল। যদিও যানবাহন ও যাত্রীদের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। কপাল জোরে রক্ষা পেয়েছেন পুণ্যার্থীরা। অন্যদিকে কেদারনাথ যাত্রার পথে ভৈরোঁ হিমবাহেও তুষারধস। ফলে একাদিকে তুষারধস ও অন্যদিকে পাহাড়ের ধসের জেরে কেদারনাথ ও বদ্রীনাথ– দুই তীর্থক্ষেত্রের পথই অবরূদ্ধ। শুরুর কয়েক দিনের মধ্যেই প্রবল তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে কেদারনাথ যাত্রা। এবার বাধার সম্মুখীন হল বদ্রীনাথ যাত্রাও। প্রবল ধসের কারণে, রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় সাময়িক বন্ধ রাখা হয়েছে বদ্রীনাথ যাত্রা। ভূমিধসের কারণে গৌচর, কর্ণপ্রয়াগ এবং লঙ্গাসুতেই পুণ্যার্থীদের আটকে দেয় পুলিশ ও প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তা পরিষ্কারের কাজ শেষ হলে বদ্রীনাথের উদ্দেশে রওনা হওয়ার অনুমতি দেওয়া হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট