মা তুমি তো আমার এই কবিতা!


রবিবার,১৪/০৫/২০২৩
1015

–অভ্র
বেলা অবেলার অখিল ভুবনে
মনে পড়ে মা ক্ষনে-ক্ষণে,
জল ভরে যায় দু’নয়নে
বেদন ভীড়ে চোখের কোণে।
ও মা, ও মা, পরদেশে
তোমার ছোঁয়া খুঁজি পাশে,
প্রভাত হয়ে সন্ধ্যা আসে
আঁধার নামে মোর মানসে।
তোমার পায়ের ছন্দ তালে
হাজার নূপুর কথ্য বলে,
মঞ্চ যখন শব্দে দোলে
ভুলে থাকি নানান ছলে।
ও মা, ও মা, এই পরদেশে
স্বপ্নে তুমি ওঠো ভেসে,
ওমন কোমল মিষ্টি হেসে
আমায় ভিড়াও মায়ার দেশে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট