সিউড়ি দু’নম্বর ব্লকের অন্তর্গত কোমা পঞ্চায়েতের ভোট প্রচারে এলেন শতাব্দী রায় গ্রামের একটি ময়দানে ছোট্ট সভার মাধ্যমে ভোট প্রচার সারলেন এই দিন এই ভোট প্রচারে উপস্থিত ছিলেন সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের প্রার্থী নুরুল ইসলাম এবং সাঁইথিয়া বিধানসভার বিধায়িকা লীলাবতী সাহা। সহ কোমার অঞ্চলের নেতৃত্বরা এদিন প্রথমে গ্রামের একটি দূর্গা মন্দিরে পূজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করলেন সাংসদ শতাব্দী রায়।
পঞ্চায়েতের ভোট প্রচারে এলেন শতাব্দী রায়
মঙ্গলবার,২৭/০৬/২০২৩
218

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: