অগ্নিমিত্রা পাল এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের


রবিবার,০২/০৭/২০২৩
446

অগ্নিমিত্রা পলের বাইক র‍্যালির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা পুলিশ ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন ও স্মারকলিপি জমা দিলেন এবং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানানো হয়। আজ শনিবার প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা নিমচা পুলিশ ফাঁড়িতে এসে বিক্ষোভ দেখান ও পুলিশের হাতে স্মারকলিপি তুলে দেন। তৃণমূল নেতা বিনোদ নুনিয়া, সনজিৎ মুখার্জী অভিযোগ করেন অগ্নিমিত্রা পল রানিগঞ্জের জেমারী পঞ্চায়েত এলাকায় বাইক র‍্যালি করেন বিনা অনুমতিতে। প্রায় সময় গাড়ির সাইরেন বাজিয়ে এলাকায় ঘুরছেন যেটা নির্বাচনের আর্দশ আচরণবিধির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, অগ্নিমিত্রা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন। এই বিষয় নিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে অগ্নিমিত্রা পল জানান যে তিনি কোনও প্রকার বাইক র‍্যালি করেননি। যেহেতু একটা সংসদ থেকে আরেকটি সংসদের দূরত্ব অনেক বেশি তাই তিনি বাইকে করে ওই স্থানে গিয়ে নেমে তারপর প্রচার করছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট