পৃথক রাজধানীর দাবিতে উত্তাল মেঘালয়


বুধবার,২৬/০৭/২০২৩
438

মণিপুর থেকে মিজোরাম বা মেঘালয়- হিংসার আগুন ক্রমশ ছড়াচ্ছে গোটা উত্তর-পূর্বাঞ্চলে। গত দু’মাসের বেশি সময় ধরে জ্বলছে মণিপুর। জাতি দাঙ্গায় মৃত্যু হয়েছে বহু মানুষের। হিংসা ও হানাহানিতে পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের হাতের বাইরে চলে গিয়েছে। মনিপুরকে শান্ত করতে যখন ব্যর্থ কেন্দ্রীয় সরকার তখন নতুন করে অন্য এক ইস্যুতে উত্তেজনা ছড়ালো উত্তর-পূর্বের আর এক রাজ্য মেঘালয়ে। এবার শীতকালীন পৃথক রাজধানীর দাবিতে উত্তাল হয়ে উঠেছে মেঘালয়। বর্তমানে মেঘালয়ের রাজধানী শিলং। গারো পাহাড়ের কোলে রাজ্যের আর এক অন্যতম বড় শহর তুরা। গারো পাহাড় এলাকার বাসিন্দাদের দাবি এই শহরকে রাজ্যের শীতকালীন রাজধানীর স্বীকৃতি দিতে হবে। আর এই দাবিতে একেবারে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার অফিসে হামলা চালায় একদল বিক্ষোভকারী। এমনকি অফিস উদ্দেশ্য করে ইট পাথর ছোড়ে। তাদের হামলায় জখম হয়েছেন মুখ্যমন্ত্রীর বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। তবে কনরাড সাংমা সুরক্ষিত রয়েছেন বলে মুখ্যমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই গারো পার্বত্য অঞ্চলের নাগরিক সমাজ মেঘালয়ের শীতকালীন রাজধানী তুরায় করার দাবিতে সরব হয়েছে। এই দাবিতে অনশনও শুরু করেছে তারা। এরই মধ্যে মুখ্যমন্ত্রী সাংমার আহত নিরাপত্তারক্ষীদের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাঁদের মুখ্যমন্ত্রীর অফিসের ভিতর আনা হয়েছে। তাঁরা মেঝেতে শুয়ে রয়েছেন এবং মেঝেতে বসে তাঁদের পরিচর্যা করছেন মুখ্যমন্ত্রী সাংমা স্বয়ং। পরিস্থিতির সামলাতে মুখ্যমন্ত্রীর অফিসের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট