দীর্ঘদিন সংস্কার হয়নি রাস্তা, সংস্কারের দাবিতে আন্দোলনের পথে বিজেপি বিধায়ক


রবিবার,৩০/০৭/২০২৩
661

সোমনাথ গোপ: দীর্ঘদিন হয়নি সংস্কার, বেহাল রাস্তা সাঁওতালডি সিনেমা হল থেকে ঝাড়খন্ড সীমানা পর্যন্ত, যাতায়াতে সমস্যায় পড়ছেন এলাকার মানুষ এই নিয়ে ক্ষোভ এলাকাবাসীর, রাস্তা সংস্কারের দাবি প্রসঙ্গে বিধায়ক নদীয়ার চাদ বাউরী বলেন, সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সহ রেল, বিসিসিএল, কে চিঠি দিয়ে রাস্তাটি ভালো করে সংস্কার করতে আবেদন করেছি একাধিকবার।
লিখিতভাবে বিধানসভা ও রাজ্য সরকার, জেলা প্রশাসনের কর্তাদের জানিয়ে কোনও লাভ হয়নি। গুরুত্ব দেননি প্রশাসন, রাস্তা সংস্কারের দাবি জানালেও কোন ধরনের উদ্যোগ গ্রহন করা হয়নি একই দাবি করেন স্থানীয় বাসিন্দাদের, কয়েক জন এলাকাবাসী বলেন আমাদের আসল দরকার হল রাস্তা রাজনীতি বুঝি না, দীর্ঘ বছর যাবৎ সাঁওতালডি ও চেলিয়ামা এলাকার ৩০-৩৫টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি মরণ ফাদে পরিণত হয়েছে ফলে বিস্তীর্ণ এলাকার মানুষ বিপাকে পড়েছে। নির্মাণ তো দূর জরাজীর্ণ রাস্তাটি সামান্য সারাই পর্যন্ত করেনি প্রশাসন। অথচ দুটি বড় শিল্প কেন্দ্র সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র ও বিসিসিএল এর ভোজুডি কোল ওয়াসারির একাধিক ভারী গাড়ি নিয়মিত চলাচল করে, অতিরিক্ত ভারী নিয়ে পরিবহন হচ্ছে বলে বেহাল রাস্তা, এই রাস্তায় বর্ষা কালে জল জমে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে, বৃষ্টিতে রাস্তা জল-কাদায় মাখামাখি, বাইক সাইকেল দূরের কথা, হাঁটাচলা করাও দায় ভরা বর্ষায়। বিধায়ক নাদিয়ার চাঁদ বাউরি বলেন, এলাকার মানুষ বিপাকে পড়েছে, অবিলম্বে এই রাস্তা যদি সংস্কার না হয় তাহলে দলীয় ভাবে বিজেপি আন্দোলন করবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট