২৪-এ উদ্বোধন দীঘা জগন্নাথ মন্দিরের


বৃহস্পতিবার,০৩/০৮/২০২৩
471

দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। ১৪৩ কোটি টাকা খরচ করে এই মন্দির গড়ে তোলা হচ্ছে। দীঘার পর্যটকদের জন্য রাজ্য সরকার এই মন্দির নির্মাণ করছে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় তৈরি হচ্ছে এই জগন্নাথ মন্দির। অনেক দিন আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে একবার গিয়ে মন্দিরের কাজও দেখে এসেছিলেন। জানা গিয়েছে, লোকসভা ভোটের আগেই দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে যাবে দীঘার নতুন জগন্নাথ মন্দির।বৃহস্পতিবার বিধানসভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, চব্বিশ সালেই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে  রাজ্য সরকারের। তিনি আরও জানিয়েছেন, দীঘায় নতুন এই মন্দির নির্মাণের জন্য ১৪৩ কোটি টাকা খরচ হয়েছে। মন্দির নির্মাণের জন্য কোনও প্রতিষ্ঠান বা সাধারণ মানুষের কাছ থেকে কোনও আর্থিক অনুদান নেওয়া হয়নি। সম্পূর্ণটাই রাজ্য সরকারের পক্ষ থেকে খরচ হয়েছে।
ক্ষমতায় আসার পর থেকেই দীঘাকে নতুন ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে রাজ্যের তরফে একগুচ্ছ পদক্ষেপও নেওয়া হয়। যার ফলে দীঘায় পর্যটকের সংখ্যাও অনেকগুন বেড়েছে। পর্যটকেদের আরও দীঘামুখী করতেই সেখানে মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই জগন্নাথ মন্দিরই খুব শীঘ্রই খুলে যাচ্ছে দর্শনার্থীদের উদ্দেশ্যে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট