নাগেরবাজার বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেফতার গাড়ি চালক


শনিবার,২৩/০৯/২০২৩
9293

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয় চালককে । ধৃতের নাম সৌরভ মন্ডল । বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্যকে খুন করে সে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল । পুলিশ চালক সৌরভ মণ্ডলের মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাকে গ্রেফতার করে ।

বৃদ্ধের Bmw গাড়ি নিয়ে সে দীঘা গেছিলো, সেখান থেকে ফেরার সময় তার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে এরেস্ট করে নাগেরবাজার থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, ধৃত গাড়ির চালক সৌরভ বৃদ্ধের bmw গাড়িটি চেয়েছিল সে ১৫ তারিখ বন্ধুদেরকে নিয়ে দীঘা ঘুরতে যাবে বলে, বৃদ্ধ তখন তাকে ১৫ তারিখ আসতে বলে । এরপর সে 15 তারিখ অর্থাৎ শনিবার দিন যখন বৃদ্ধের বাড়িতে যায় তখন দেখে বৃদ্ধের বাড়ির সদর দরজার ভেতর থেকে তালা দেওয়া । এরপরই সে পাঁচিল টপকে ভেতরে ঢোকে । তখন বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করে সে ভেতরে ঢুকলো কি করে এবং গাড়ি নেওয়া নিয়ে বৃদ্ধের সঙ্গে বচসা বাধে । বৃদ্ধ গাড়ির চালককে অপমানজনক কথা বলায় ধৃত চালক প্রথমে বৃদ্ধকে ধাক্কা মারে যার কারণে তার মাথায় আঘাত লাগে এরপর তাকে গলা টিপে খুন করে । এরপর তার ঘর থেকে গ্যারেজ এবং গাড়ির চাবি নিয়ে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে সে চলে যায় । প্রথমে সে গাড়ি নিয়ে তার বাড়ি বারাসাতে যায় এবং সেখান থেকে বন্ধুদের কে নিয়ে দীঘায় যায় । এরপরই সে দীঘা থেকে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে । এবং পুলিশ সূত্রে আরও খবর, গতকাল বৃদ্ধের পোষ্য কুকুরটিকে ওই বাড়ি থেকেই নাগেরবাজার থানার পুলিশ উদ্ধার করে । গতকাল ফরেনসিক টিম চলে যাওয়ার পর গোটা বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় ওই পোষ্য কুকুরটিকে ওই বাড়ির একটি অব্যবহৃত ঘর থেকে তাকে উদ্ধার করে ।

গাড়িটিকেও আটক করেছে পুলিশ । ধৃত গাড়ির চালক সৌরভ মন্ডল বারাসাতে ভাড়া থাকতো, চারজনকে নিয়ে সে দীঘা গেছিল ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট