বেহাল দশা সরকারি হাসপাতালের, একই অভিযোগে সরব পাড়া বিধানসভার শাসক-বিরোধী দুই শিবির


রবিবার,২৪/০৯/২০২৩
1243

সোমনাথ গোপ:– পাড়া বিধানসভা এলাকার দুটি ব্লক হাসপাতালের জরাজীর্ণ বেহাল দশা, রঘুনাথপুর-২ নং ব্লকের বান্দা ব্লক স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য, এবং পাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তুলে চেলিয়ামা ব্লক তৃণমূল কংগ্রেস ও পাড়া বিধানসভার বিজেপি বিধায়ক নদীয়ার চাঁদ বাউরি একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন, পাড়া বিধানসভার বিধায়ক পুরুলিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) একটি চিঠি দিয়েছেন চিঠিতে তিনি কয়েকটি গুরুতর অভিযোগ করেছেন চিঠি লিখে তিনি জানান  বিধানসভা এলাকার দুটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে উন্নত মানের চিকিৎসা তো দূরের কথা এখন বর্তমানে ওষুধ ইনজেকশন সেলাইন কোনই পাওয়া যাচ্ছে না, বাথরুম অপরিষ্কার পানীয় জলের ব্যবস্থা নেই, রোগীর খাবার নিম্নমানের সামান্য তরকারি না বললেই চলে ডাল দেয় রাত্রে ডিম দেয় না সবজি ২২৫ গ্রাম এর পরিবর্তে ৭০ গ্রাম দেওয়া হচ্ছে, এছাড়াও চিঠির মাধ্যমে বিধায়ক একটি গুরুতর অভিযোগ করেছেন হাসপাতালের ডাক্তার বাবুরা নাকি প্রেসক্রিপশনে উচ্চ দামের ঔষধ লিখে দিচ্ছেন, যা গরিব মানুষের পক্ষে কেনা দুঃসাধ্য হয়ে উঠেছে, এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) বলেন বিধায়কের অভিযোগ পেয়েছি, বিষয়টি আমরা খতিয়ে দেখছি, অপর দিকে রঘুনাথপুর-২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি দল বান্দা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যান ব্লক সভাপতি সঞ্জয় মাহাথার নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ব্লক স্বাস্থ্য আধিকারিকের (BMOH) কাছে বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরেন, রোগীদের জন্য দৈনিক মিল, হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিছন্ন রাখা, রোগীদের জন্য উপযুক্ত ঔষধ ও সেলাইন সাপ্লাই সহ হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি এবং আপৎকালীন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং হাসপাতালের সার্বিক উন্নয়ন। এই বিষয়ে রঘুনাথপুর-২ নং ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় মাহাথা বলেন, ব্লক স্বাস্থ্য আধিকারিকের (BMOH) সাথে কথা হয়েছে তিনি হাসপাতালে সুষ্ঠ স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা দিয়েছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট