কৈখালীতে নিজের ফ্ল্যাটের মধ্যে রহস্য মৃত্যু মধ্যবয়সী এক মহিলার


বৃহস্পতিবার,২৮/০৯/২০২৩
9906

কৈখালীতে নিজের ফ্ল্যাটের মধ্যে রহস্য মৃত্যু মধ্যবয়সী এক মহিলার। ফ্ল্যাটের খোলা দরজা দিয়ে বেরিয়ে আসার চাপ চাপ রক্ত দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ।

বুধবার সকালে এয়ারপোর্ট থানায় কর্তব্যরত পুলিশ অফিসিয়াল এর কাছে খবর আসে, কৈখালীর সংহতি পার্ক এলাকার একটি বাড়ির ভেতর থেকে চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এয়ারপোর্ট থানার পুলিশ। একটি ফ্ল্যাটের ভেতর থেকে বেরিয়ে আসে রক্ত দেখে ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেয় পুলিশ আধিকারিকরা। ধাক্কা দিতেই খুলে যায় ফ্ল্যাটের দরজা। ফ্ল্যাটে ঢুকে পুলিশ দেখতে পায় বাথরুমের ভেতরে নগ্ন অবস্থায় পড়ে আছে মধ্যবয়সী রানী সুরানা নামে ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার হাতের শিরা কাটা ছিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাড়ির মালিক রিশা রায়কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে এয়ারপোর্ট থানায়। পুলিশ সূত্রে খবর রিশা রায় জানিয়েছে, মঙ্গলবার রাতে হাত কাটা অবস্থায় ওই মহিলা তিনতলায় তাদের ফ্ল্যাটে গেছিল। তবে ঘটনার গুরুত্ব বুঝতে না পেরে তিনি পুলিশকে কোন কিছুই জানাননি রাতে। স্বাভাবিকভাবেই রহস্য দানা বাঁধছে রানি সুরানার মৃত্যু ঘিরে। প্রশ্ন উঠছে কেন বাড়ির মালিক রক্তাক্ত মহিলাকে দেখেও পুলিশকে খবর দিলো না। তদন্তে এয়ারপোর্ট থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট