সোমনাথ গোপ: ১৯৫৬ সালের ১ নভেম্বর পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়, বাংলা ভাষার দাবিতে ভাষা আন্দোলন, মানভূম জেলায়। যা থেকে বিহার ভেঙে তৈরি হয়েছিল পুরুলিয়া জেলা। ১৯৩১ সালের জন গণনা অনুসারে সেই সময় মানভূম জেলার শতকরা ৮৭ জন বাংলাভাষী, আর সেই কারণেই মানভূমবাসীর দাবি ছিল, বাংলা যেহেতু তাঁদের মাতৃভাষা, সে কারণে মানভূম জেলাকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করতে হবে। প্রতিবছর তাই পুরুলিয়া জেলা জুড়ে ভাষা আন্দোলনকে স্মরণ করতে, জেলার জন্মদিন পালনে পুরুলিয়া জেলা জুড়ে ব্যাপক উদ্দীপনার সাথে আজকের দিনটি পালন করা হয়, পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে পালন করা হয়, একটি ভিডিও বার্তার মাধ্যমে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া শুভেচ্ছা জানান জেলা বাসিকে, এ ছাড়াও অনেক রাজনৈতিক দলের নেতৃত্ব কর্মী সহ সাধারণ মানুষের জেলার জন্মদিনটিকে পালনের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পুরুলিয়ার ইতিহাস, ভাষার লড়াইয়ে জেলার জন্ম
বৃহস্পতিবার,০২/১১/২০২৩
760

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: