সোমনাথ গোপ:– গ্রামীণ ফুটবল প্রতিভা বিকাশের লক্ষ্যে ডি কে মাহাতো মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে একদিনের একটি ফুটবল প্রতিযোগিতা, ভাউরিডি রাঙ্গামেটা ফুটবল গ্রাউন্ডে, এই ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি টিম অংশগ্রহণ করে, তার মধ্যে টুর্নামেন্টে জয়ী মাস্টার একাদশ জীবনপুর আদ্রা, বিজয়ী জিৎ একাদশ বহড়া, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রূপচাঁদ কিষ্কু ওরফে বুধূ, ফাইনালের সেরা খেলোয়ার সুনীল বাউরি, সম্পূর্ণ টুর্নামেন্টে ১৭ টি গোল হয়, কিন্তু উল্লেখ যোগ্যভাবে কোন ট্রাইবেকার হয়নি খেলাতে। জয়ী দল মাস্টার একাদশ জীবনপুর আদ্রা, ও বিজয়ী জিৎ একাদশ বহড়া, দুই দলকে কমিটির পক্ষ থেকে ৩০ হাজার ও ২৫ হাজার টাকা পরবর্তীতে ভালো খেলার জন্য অনুদান দেওয়া হয়।
গ্রামীণ ফুটবল প্রতিভা বিকাশের লক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা
বুধবার,১৫/১১/২০২৩
3258