আগামী ২২ জানুয়ারি সংহতি মিছিলে ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই সংহতি মিছিল নিয়ে বিজেপি ধর্মীয় তাস খেলছে বলে অভিযোগ তৃণমূলের। মুখপাত্র কুনাল ঘোষ বলেন বিজেপির পক্ষ থেকে বাংলার সংহতি নষ্ট করার চেষ্টা চলছে। বাংলা সম্প্রীতির রাজ্য। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কার্যকলাপের উপর পুলিশ নজরদারি চালাক বলে মন্তব্য করেছেন কুণাল। তৃণমূল কংগ্রেস এই নেতা মনে করেন রাম মন্দির উদ্বোধনের নামে রাজ্যজুড়ে সংহতি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। ধর্মে ধর্মে বিভাজন ঘটিয়ে রাজ্যে অপশক্তিকে ডেকে আনতে চাইছে। এর প্রতিবাদেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিলের ডাক বলে মন্তব্য কুনালের। এদিন তৃণমূল কংগ্রেসেরই নেতা সাংবাদিক বৈঠকে বলেন, বিজেপির এই ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে সোচ্চার হোন। তিনি বলেন শংকরাচার্যরাও বিজেপির এই তড়িঘড়ি রাম মন্দিরের উদ্বোধনের কড়া প্রতিবাদ জানিয়েছেন। অসম্পূর্ণ মন্দিরে কিভাবে দেবতার অধিষ্ঠান হতে পারে সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। যেখানে মন্দিরের কাজ সম্পন্ন হয়নি। এখনো অর্ধেক কাজ বাকি রয়েছে। তাহলে এত তাড়াহুড়ো কেন মন্দির উদ্বোধনে? সামনে লোকসভা নির্বাচন। ভোটের আগে ধর্মীয় মেরুকরণ করতে চাইছে বিজেপি। আর তাই অসম্পূর্ণ মন্দিরে রামকে প্রতিষ্ঠা করতে চাইছে তারা। এর প্রতিবাদ জানাতেই ওইদিনের কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মন্তব্য কুণালের।
বিষ ছড়াচ্ছে বিজেপি, বিষ ছড়াচ্ছে শুভেন্দু : কুনাল
বুধবার,১৭/০১/২০২৪
482