বিশাল মাতৃমূর্তির পুজো , কালনাঘাটে ভিড় দর্শনার্থীদের


শনিবার,২০/০১/২০২৪
531

পৌষ সংক্রান্তি তিথি থেকে পৃথিবীর বৃহত্তম ৫২ হাত কালী মাতার আরাধনা শুরু হয়েছে নদিয়ায়। শান্তিপুরের শ্রীধাম নৃসিংহপুর কালনাঘাটে কালী মায়ের আরাধনা ও মেলা উপলক্ষে এলাকা এখন জমজমাট। দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। কথিত আছে মহাপ্রভু লীলা করতে করতে এই ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন।
মহাপ্রভু লীলা করতে করতে যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন সেই শ্রীধাম নৃসিংহপুর কালনাঘাটে পূজিতা হয়ে আসছেন দেবী কালিকা। গত ৪৭ বছর ধরে নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের নৃসিংহপুর এলাকায় এই বিশাল মাতৃমূর্তির পুজো অনুষ্ঠিত হচ্ছে।এটিই পৃথিবীর বৃহত্তম ৫২ হাত কালী প্রতিমা, দাবি পুজো উদ্যোক্তাদের । দেবীর পুজোর সঙ্গে চলে ১০ দিনব্যাপী ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা ।
পৌষ মাসের সংক্রান্তিতে শুরু হয় দেবীর পুজো। দেবী এখানে ডাকের সাজে সুসজ্জিত। , সুবিশাল বাসের কাঠামোর উপর পাটকাঠি খর এবং মাটির প্রলেপের মধ্যে দিয়েই তৈরি করা হয়েছে দেবী মূর্তি । আনুমানিক একমাস সময় লেগেছে এই মূর্তি তৈরিতে। নিযুক্ত ছিলেন ৯ জন মৃৎশল্পী । এই সুবিশাল মূর্তি দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমছে মন্দির প্রাঙ্গনে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট