নারদ মামলায় হাজিরা দিলেন বান্ধবী বৈশাখী সঙ্গে শোভন চট্টোপাধ্যায়


মঙ্গলবার,১৩/০২/২০২৪
914

নারদ মামলায় হাজিরা দিলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। হাজিরা দিলেন সহ বান্ধবী বৈশাখী সঙ্গে শোভন চট্টোপাধ্যায় ও। তবে এদিন নগর দায়রা আদালতে একজন আইনজীবীর মৃত্যুর কারণে কোর্টে শুনানি হয়নি। আদালতের নির্দেশ মত এদিন সকাল 10 টা নাগাদ সময়মত হাজির হন মেয়র ফিরহাদ হাকিম। তার পরেও বৈশাখী বন্দোপাধ্যায়ের কে সঙ্গে নিয়ে কোর্টে হাজিরা দিতে আসেন প্রাক্তন মন্ত্রী এবং মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে এদিন কোর্টে হাজির হলেও শুনানি হয়নি। নারদ মামলায় পরবর্তী শুনানি আগামী 10 জুন ধার্য্য করা হয়। তবে এদিন মামলা নিয়ে কেউই মুখ খুললেন না। তবে আগেই সবটাই রাজনীতিক সড়যন্ত্র বলে জানিয়েছেন দুজনই। মামলা প্রায় 7 বছর পরেও এমনটাই জানিয়ে ছিলেন নারদ মামলায় অভিযুক্তরা। আদালতের নির্দেশ মত মঙ্গলবার সকালে হাজিরার দিন ছিল। সেই মতোই এদিন ব্যাংকশাল কোর্টে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, আর একজন প্রাক্তন মন্ত্রী ও মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে অসুস্থ থাকার কারণে এদিন আদালতে হাজির হতে পারেননি কমরহাটির বিধায়ক মদন মিত্র। । উল্লেখ্য নারদ স্টিং অপারেশন মামলায় 2021 সালে গ্রেফতার করা হয়েছিল তাদের। পরে তারা জামিনে ছাড়া পেলেও নির্দিষ্ট সময় অন্তর হাজিরা দিতে নির্দেশ দেয় নগর দায়রা আদালত। প্রসঙ্গত 2016 সালে বিধান সভা নির্বাচনের আগে সাংবাদিক ম্যাথিউ স্যামুয়েল এর স্টিং অপারেশন রাজ্য রাজনীতি কে তোলপাড় সৃষ্টি করেছিল। প্রকাশ্য ক্যামেরায় ধরা টাকা নিতে দেখা যায় বাংলার শাসক দলের একাধিক প্রথম সারির নেতাদের। তার মধ্যেই ছিলেন এই দুজন ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায়। তাই আজকে তারা নগর দায়রা আদালতে হাজিরা দিলেও শুনানি না হাওয়ার কারণে পরবর্তী শুনানি আগামী 10 জুন ধার্য্য হয়েছে বলে জানা গেছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট