গ্লাসডোর: তথ্য প্রকাশ্যে, প্রশ্নের মুখে গোপনীয়তা


শুক্রবার,২২/০৩/২০২৪
133

গ্লাসডোর- একটি ওয়েবসাইট। বিশ্বের ২০টিরও বেশি দেশে গ্লাসডোর ব্যবহার করছেন বহু মানুষ। বিশেষ করে চাকরি ক্ষেত্রে এর ব্যবহার বহুল প্রচলিত। কর্মক্ষেত্র খোঁজার জন্য গ্লাস ডোর ব্যবহার প্রতিদিন বাড়ছে। এর অন্যতম প্রধান শর্ত তথ্য গোপনীয়তা। তথ্য গোপন থাকার প্রতিশ্রুতি নিয়েই সোশ্যাল মাধ্যমে জনপ্রিয়তা বাড়ে গ্লাসডোর। সেই গ্লাসডোর এখন প্রশ্নের মুখোমুখি। যেখানে তথ্য গোপনীয় থাকার কথা সেখানেই তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আর এই নিয়ে সোশ্যাল মাধ্যমে এই প্লাটফর্মের গ্রহণযোগ্যতা এখন প্রশ্নের মুখে। চাকরির সন্ধান থেকে শুরু করে বিভিন্ন পর্যালোচনা উঠে আসে এই প্লাটফর্মে। পরিচয় গোপন রেখে এই প্লাটফর্ম ব্যবহার করেন বিশ্বের বহু দেশের মানুষ। সম্প্রীতি অভিযোগ উঠেছে, এই প্লাটফর্ম ব্যবহারকারী মিডওয়েস্টের একজন সফটওয়ার পেশাদার মনিকা নামে এক ব্যক্তির তথ্য জনসম্মখে চলে আসে। যেখানে তথ্য গোপন থাকার শর্তেই এই প্লাটফর্মের ব্যবহার সেখানে কিভাবে তা প্রকাশ্য এলো তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। তথ্য প্রকাশ্যে আসায় বিপাকে পড়েছেন ওই মহিলা। প্রশ্নের মুখে তার তথ্য গোপনের নিরাপত্তা। জানা গিয়েছে ওই ব্যক্তি দীর্ঘদিন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আসছেন। এমন ঘটনা আগে ঘটেনি। যখন তার তথ্য সামনে চলে এল প্রশ্ন উঠছে এরকম আরো অনেকের তথ্য সামনে এল না তো? এই পেশাদার নেটওয়ার্কিং অ্যাপ গ্লাসডোর কিভাবে তথ্যপ্রকাশ ছিল তা নিয়ে সংস্থা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো খতিয়ে দেখছেন সংস্থার ইঞ্জিনিয়াররা। সেই সঙ্গে এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত সকলের কাছে ভুল স্বীকারস্বীকারও করেছে বলে সূত্রের খবর। গোটা ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট