শুক্রবার প্রথম দফায় দেশে ১০২ লোকসভা কেন্দ্রে নির্বাচন, প্রস্তুতি সম্পন্ন কমিশনের, সবচেয়ে বেশি আসন কোন রাজ্যে ?


বৃহস্পতিবার,১৮/০৪/২০২৪
246

১৮ তম লোকসভা নির্বাচন। মোট সাত দফায় নির্বাচন হবে। প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে শুক্রবার। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মোট ৩৯ টি আসনেই প্রথম দফায় নির্বাচন সম্পন্ন হবে। রাজস্থানের প্রায় অর্ধেক আসনে ভোট গ্রহণ সম্পন্ন হবে প্রথম দফায়। মোট ২৫ আসনের মধ্যে ১২ টিতেই নির্বাচন হতে চলেছে শুক্রবার। পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতের প্রায় সব কটি রাজ্যে প্রথম দফায় ভোট হচ্ছে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ। এ ছাড়া উত্তর-পূর্ব ভারতের অশান্ত মণিপুরের দুটি আসনেও ভোট হবে শুক্রবার। ছত্তিশগড়ের মাওবাদী–অধ্যুষিত অঞ্চলের বস্তার আসন, মহারাষ্ট্রের আরও অন্তত দুটি মাওবাদী–অধ্যুষিত অঞ্চল চন্দ্রপুর ও গড়চিরোলি ছাড়া মহারাষ্ট্রেরই ভান্ডারা, রামটেক ও নাগপুরে ভোট গ্রহণ হতে চলেছে। অসমের পাঁচ টি লোকসভা কেন্দ্র ডিব্রুগড়, জোড়হাট, কাজিরাঙ্গা, লখিমপুর ও সনিৎপুরে ভোটগ্রহণ হবে শুক্রবার। জম্মু-কাশ্মীরে পাঁচ আসনে ভোট হবে পাঁচ দফায়, যার মধ্যে উধমপুরে ভোট হবে প্রথম দফায় শুক্রবার। উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহারে সাত দফাতেই নির্বাচন রয়েছে। শুক্রবার প্রথম দফায় উত্তরপ্রদেশের আটটি, বিহারের চারটি আসন, পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ভোট হতে চলা পশ্চিমবঙ্গের তিনটি আসনেই ২০১৯ সালে জয় পেয়েছিল বিজেপি। এবারও কোচবিহার থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জগদীশচন্দ্র বসুনিয়া। আলিপুরদুয়ার আসনে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যসভায় তৃণমূলের এমপি প্রকাশ চিক বড়াইক। জলপাইগুড়িতে বিজেপি আগেরবার জয়ী জয়ন্ত রায়কেই এবারও প্রার্থী করেছে। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট