রায়গঞ্জের প্রতিটি বুথে ২টি করে ব্যালট ইউনিট, কিন্তু কেন জানেন ?


বৃহস্পতিবার,২৫/০৪/২০২৪
52

আগামী ২৬ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় নির্বাচন। ঐদিন ভোট গ্রহণ হবে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং লোকসভা কেন্দ্রে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে দুটি করে ভোট যন্ত্র বা দুটি করে ব্যালট ইউনিট থাকতে চলেছে। প্রার্থীদের নাম থাকবে ওই দুটি ব্যালট ইউনিটে। বাকি দুটি লোকসভা কেন্দ্রে থাকছে একটি করে ভোট যন্ত্র বা ব্যালট ইউনিট। রায়গঞ্জে কেন দুটি করে ভোট যন্ত্র থাকতে চলেছে? যে তিনটি লোকসভা কেন্দ্রে আগামী ২৬ এপ্রিল নির্বাচন তার মধ্যে রায়গঞ্জে প্রার্থীর সংখ্যা থাকছে সবচেয়ে বেশি। ওই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ২০জন। একটি ব্যালট ইউনিটে সর্বোচ্চ ১৬ জন প্রার্থীর নাম থাকা সম্ভব। যেহেতু ১৬ জনের বেশি প্রার্থী রয়েছে এই লোকসভা কেন্দ্রে সেজন্য দুটি ব্যালট ইউনিট ব্যবহার করতে হচ্ছে কমিশনকে। ভোটারদের দুটি ব্যালট ইউনিট থেকে পছন্দের প্রার্থীকে খুঁজে নিতে হবে। শুধু রায়গঞ্জ নয়, ১৬ জনের প্রার্থী যেসব লোকসভা কেন্দ্রে থাকবে সে ক্ষেত্রেই ব্যবহার হবে দুটি করে ব্যালট ইউনিট। ভোট দেয়ার সময় ভোটারদের এ বিষয়ে আরো সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছে কমিশন। শুধুমাত্র একটা ব্যালট ইউনিট দেখে ভোটাররা ভোট দিতে গেলে সকল প্রার্থীদের নাম পাবেন না। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এ বিষয়ে সচেতন করতে চাইছে ভোটারদের।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট