নদিয়ায় বিজেপিতে ভাঙন, জেলা পরিষদের সদস্য ঘাসফুলে


বৃহস্পতিবার,২৫/০৪/২০২৪
217

লোকসভা ভোটের মুখে নদিয়ায় বিজেপিতে ভাঙন। বিজেপির একটা জেলা পরিষদ সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। ওই জেলা পরিষদ সদস্যের নাম পূর্ণিমা দত্ত। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত থেকে জোড়া ফুলের পতাকা হাতে তুলে নিলেন। নদীয়ার দত্তফুলিয়ায় এদিন তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। রানাঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারীর সমর্থনে এই জনসভায় উপস্থিত হয়েছিলেন বিজেপি জেলা পরিষদ সদস্য পূর্ণিমা দত্ত। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হতেই তাঁর এই দলবদল। বিজেপিতে থেকে মানুষের জন্য কোন কাজ করা যাচ্ছিল না। এদিনের সভায় তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী বলেন গত পাঁচ বছরে এলাকার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার মানুষের জন্য কোন কাজ করেননি। এমনকি বিজেপি কর্মীদের জন্য কোন কাজ করেননি তিনি। শুধুমাত্র ব্যক্তি স্বার্থে কাজ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনের সভা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। সিএ এ নিয়ে কেন্দ্রকে নিশানা করেন অভিষেক। নাগরিকত্ব আইনের নাম করে মতুয়া সম্প্রদায়ের মানুষকে বিদেশি বানানোর চক্রান্ত করেছে বিজেপি, অভিযোগ করেন অভিষেক। যারা সিএএ তে আবেদন করবেন তাদের নাগরিকত্ব চলে যাবে। বেনাগরিক হয়ে যেতে হবে তাদের। তাদের সাবধান করে দেন অভিষেক।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট