তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুনাল ঘোষ প্রসঙ্গে প্রশ্ন উঠতেই অভিষেক স্পষ্ট জানালেন, দলীয় শৃঙ্খলার উর্দ্ধে কেউ নই , দলের শৃঙ্খলা যে ভাঙবে দল তার বিরুদ্ধে বাবস্থা নেবে। উল্লেখ্য কুনাল ঘোষ দলবিরোধী মন্তব্য করায় কঠোর পদক্ষে গ্রহণ করে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসম্পাদক পদ থেকে তাকে অপসারণ করা হয়। এমনকি তারকা প্রচারকের তালিকা থেকে বাদ দেওয়া হয় কুনাল ঘোষকে। স্পষ্টতই অভিষেক জানিয়েছেন, দলের যেকোনো পদে থাকুক না কেন, দল তাদের এমন আচরণ বরদাস্ত করবে না যা দলের বিরুদ্ধে যায়। সর্বস্তরের নেতাদের উদ্দেশ্যে এই কড়া বার্তা শোনা গেল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায়। লোকসভা নির্বাচনের প্রচারে দিনরাত এক করে প্রচার চালাচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তীব্র আবুদাহের মধ্যে জনসভা থেকে পদযাত্রা করছেন। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করছে। লক্ষ্য এর রাজ্য থেকে যত বেশি সম্ভব আসন দখল করা। কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে জোরদার ভোট যুদ্ধে শামিল হওয়া। দিল্লিতে নরেন্দ্র মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করা। এই সময় কেউ যদি দলের বিরুদ্ধে যায় তা মেনে নিতে না নারাজ তিনি। এদিন সাংবাদিক বৈঠকে সেই বার্তা আরো একবার দিলেন অভিষেক।
দলীয় শৃঙ্খলার উর্দ্ধে কেউ নই , দলের শৃঙ্খলা যে ভাঙবে দল তার বিরুদ্ধে বাবস্থা নেবে, কুণাল প্রসঙ্গে অভিষেক
শনিবার,০৪/০৫/২০২৪
4513
![](https://www.banglaexpress.in/wp-content/uploads/2023/07/avisek.jpeg)