সন্দেশখালির ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির মন্ডল সভাপতি স্পষ্ট জানিয়েছে টাকার বিনিময়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করানো হয়। শনিবার এই ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআইকে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দেন। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, সিবিআইকে বলুক ক্ষমতা থাকলে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে। সন্দেশখালি ইস্যু আবার নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের প্রকাশ করা ভাইরাল ভিডিওতে বিজেপি নেতারাই বলেছেন পুরো ঘটনা সাজানো। সন্দেশখালীর এক মহিলা বলেছেন তাকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল। ধর্ষণের বা নারী নির্যাতনের কোন ঘটনা ঘটেনি তার সাথে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছেন রেখা পাত্র ২০০০ টাকার বিনিময়ে মিথ্যে অভিযোগ করেছেন। সন্দেশখালি ঘটনার মধ্য দিয়ে বিজেপির নোংরা রাজনীতি প্রকাশ্যে এসেছে। বাংলাকে নিচু স্তরে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই নোংরা রাজনীতি করে। বিরোধী দল নেতার শুভেন্দু অধিকারী দাবি করেছেন এই ভিডিয়ো ক্রিয়েট করা হয়েছে। দলের মন্ডল সভাপতি এই নিয়ে সিবিআইকে অভিযোগ জানাবে। যারা এই ভিডিও তৈরিতে জড়িত তাদের ব্যবস্থা নেবে। আর তার জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা হুংকার ছুড়েছেন। বলেছেন ক্ষমতা থাকলে সিবিআই তাকে তুলে নিয়ে যাক বাড়ি থেকে।
সন্দেশখালির ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি
শনিবার,০৪/০৫/২০২৪
4976