সৌদি আরব ৪৯ তম শিরশ্ছেদ দিল


বুধবার,০৬/০১/২০১৬
746

  খবরইন্ডিয়াঅনলাইনঃ   খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক নাগরিকের শিরশ্ছেদ করেছে। এর মাধ্যমে ২০১৬ সালের প্রথম সপ্তাহেই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ৪৯-এ দাঁড়িয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুদণ্ড কার্যকরের এ ঘোষণা দেয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এক বিরোধের জের ধরে মোহাম্মদ বিন সাফর আল হারিসিকে গুলি করে হত্যার দায়ে সৌদ বিন মোহাম্মদ আল শালভি দোষী সাব্যস্ত হয়। দেশের পশ্চিমাঞ্চলীয় তায়েফ নগরীতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত শনিবার সৌদি আরব ‘সন্ত্রাসবাদের’ জন্য দোষী সাব্যস্ত ৪৭ জনের শিরশ্ছেদ করে। এদের মধ্যে আল-কায়েদা সংশ্লিষ্ট বেশ ক’জন জঙ্গি এবং শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমর রয়েছেন। নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয় নিয়ে ইরানের সঙ্গে কূটনৈতিক বিরোধ সৃষ্টি হয়। শিয়া প্রধান ইরানের রাজধানী তেহরানে শেখ নিমরের শিরশ্ছেদের প্রতিবাদে বিক্ষোভকারীরা সৌদি দূতাবাসে আগুন দেয়ার পরে সৌদি আরব রোববার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এএফপির ট্যালি অনুযায়ী সৌদি আরব ২০১৫ সালে মাদক পাচারসহ বিভিন্ন অপরাধে ১৫৩ জনের শিরশ্ছেদ করে। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ৮৭। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সৌদি আরবে গত বছর গত দুই দশকে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে ইরান ও কিউবায় এর চেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট