চোর ডাকাত ধরার পাশাপাশি সচেতনতার পাঠ দিলেন বেলডাঙ্গা থানার ও সি সুমিত তালুকদার


সোমবার,৩০/১০/২০১৭
643

নিজস্ব সংবাদদাতা- মুর্শিদাবাদ: কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে ,অনুরূপ ভালো মানুষ আর ভালো কাজ করা ব্যাক্তি সর্বদা সকল সময় ভালো কাজ করে থাকে।অনুরূপ রবিবার ছুটির দিনে ভাবতা-১ গ্রাম পন্চায়েতের অধীন সংহতি সংঘের অফিসে সমস্ত SHG গ্রুপের মহিলাদের চলছিল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তর হইতে DLS (Direct Landing Scheme) লোনের কর্মশালা। হঠাৎ, কর্মশালায় পুলিশের প্রবেশ ঘটায় গ্রুপের মহিলারা হতবম্ভ হয়ে যান,কিন্ত বেলডাঙ্গা থানার বড় বাবুর বন্ধুত্বপূর্ণ ব্যাবহারে অল্প ক্ষনেয় তিনি সকলের নিকট প্রিয় হয়ে ওঠেন।বাল্য বিবাহ, নারী পাচার,ড্রাগ,সেফ ড্রাইভ-সেভ লাইফ প্রভৃতি বিষয়ে সচেতনতার পাঠ দেন। কর্মশালায় উপস্থিত ছিলেন ভাবতা অঞ্চলের তৃনমুল সভাপতি মোঃ বদিউজ্জামান(শেফা মাস্টার),তৃণমূলের বেলডাঙ্গা ব্লক-১ পন্চায়েত সমিতি সদস্য মোঃ কামরুজ্জামান,ইনামুল কবীর এবং শিক্ষক দিপক মন্ডল। আজকের কর্মশালায় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তর হইতে প্রায় তিরিশটি স্বয়ম্ভর গোষ্ঠিকে এক লক্ষ টাকা করে ঋন প্রদানের কর্মসূচী গৃহীত হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট